সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের গহীনে লাগা আগুন নেভাতে যোগ দিয়েছে বিমানবাহিনীর একটি দল। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আগুন নিয়ন্ত্রণে তারা হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছেন।
রোববার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ।
তিনি বলেন, সকাল থেকে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেইসঙ্গে কোস্টগার্ড, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন সবাই আগুন নেভাতে কাজ করছে।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে বিমানবাহিনীর একটি দল যোগ দেয় এবং তারা তাদের হেলিকপ্টার থেকে পানি ছিটানো শুরু করে।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। যেহেতু সুন্দরবন আমাদের অহংকার আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আগুন নেভাতে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমুরবুনিয়া টহল ফাঁড়ির কাছের এলাকায় বনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা গতকাল জানিয়েছিলেন, আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি। এ ছাড়া, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির উৎস প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি।
Comments