বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে শিশু হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কচুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-ওই গ্রামের মো. আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখ (২৪)। 

জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

গত শুক্রবার বিকেলে কচুরিয়া গ্রামে দাদার বাড়িতে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয় ৫ বছর বয়সী শিশু আহসান উদ্দিন বিশ্বাস। ওই রাতেই শিশুর বাবা কামরুজ্জামান বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন। 

পরদিন দুপুরে কচুরিয়া এলাকায় দাউদ শরীফের পানের বাগানের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

জমি ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয় বলে ধারণা করছে পুলিশ।
 

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

He is expected to get released from the jail following the HC order unless the Appellate Division of SC does not stay the HC verdict, his lawyer says

25m ago