মালয়েশিয়ায় ২ সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
মালয়েশিয়ায় মহড়া চলাকালীন সময় দুই সামরিক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলিকপ্টার দুইটি বিধ্বস্ত হলে ১০ ক্রূর সকলেই নিহত হন।
আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।
রাজধানী কুয়ালালামপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত লুমুত নৌঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে বেশ কয়েকটি হেলিকপ্টারকে এক সঙ্গে উড়তে দেখা গেছে। মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের একটিতে আরেকটির রোটর আঘাত করে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
দমকল ও উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ অপারেশনস কমান্ডার সুহাইমি মোহামাদ সুহাইল বলেন, 'উড্ডয়ন প্রশিক্ষণের সময় দুইট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।'
তিনি জানান, দুই হেলিকপ্টারের ১০ ক্রুর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মেডিকেল কর্মকর্তারা।
দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার দুইটি ইউরোকপ্টার এএস৫৫৫এসএন ফেনেক ও অগাস্টাওয়েস্টল্যান্ড এডব্লিউ১৩৯ ধরনের।
প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম নিহতদের পরিবারের সদস্যদের জন্য শোকবার্তা পাঠিয়েছেন।
তিনি বলেন, 'এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় গোটা জাতি শোক প্রকাশ করছে।'
Comments