সুন্দরবনে আগুন
চলমান তাপদাহের মধ্যে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগে আগুন লেগেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাঁড়ির কাছের এলাকায় বনে আগুন লাগে।
মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান বলেন, খবর পেয়ে বন বিভাগ, স্থানীয় এলাকাবাসী এবং মোরেলগঞ্জ ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি। এছাড়া যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির উৎস প্রায় দুই কিলোমিটার দূরে। এ কারণে আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি।
রোববার সকালে আগুন নেভানোর কাজ শুরু হবে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, বিকেলে বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। বন বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনে আগুনের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যায়। সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাল সকাল থেকে আবারও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হবে। ভোলা নদী থেকে পানি এনে আবার আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হবে।
বনের মধ্যে কীভাবে আগুন লেগেছে এবং আগুনের ব্যাপ্তির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগার কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কতটা এলাকাজুড়ে আগুনের ব্যাপ্তি তাও জানা যায়নি।
Comments