চট্টগ্রামে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে বন্দরনগরীতে ভোগান্তিতে পড়ে মানুষ। ছবি: স্টার

চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছেন গণপরিবহন মালিক-শ্রমিকরা।

আজ রোববার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন নেতারা। 

বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মঞ্জুর আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ এবং বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে গতকাল এই ধর্মঘটের ডাক দিয়েছিল গণপরিবহন মালিক-শ্রমিকরা।

আজ সকালে ধর্মঘট শুরু হলেও, বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর গণপরিবহন মালিক-শ্রমিকদের নেতা মঞ্জুর আলম চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। 

তবে, কাপ্তাই-চট্টগ্রাম সড়কে চুয়েট শিক্ষার্থীদের হামলা হলে আবার ধর্মঘটের হুঁশিয়ারি দেন তিনি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago