ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ছাড়াই শেষ ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের বিধ্বস্ত অংশ দেখছে ইসরায়েলি পুলিশ। ছবি: রয়টার্স

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরায়েল। তবে, বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

আজ সোমবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও দেশটিকে সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা হামলায় যোগ দেবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করেছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না।

রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার' অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে, তবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

 

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago