‘অনুমতি’ ছাড়া ক্যাম্পের বাইরে ঘোরাঘুরি, ৭১ রোহিঙ্গা আটক

আটকের পর তাদের রামু থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে। ছবি: সংগৃহীত

'প্রশাসনের অনুমতি' ছাড়া ক্যাম্পের বাইরে গিয়ে ঘোরাফেরার অভিযোগে ৭১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। 

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাতে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আজ শনিবার রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আটক রোহিঙ্গাদের সবাই যুবক ও মধ্যবয়সী। 

ওসি জানান, শুক্রবার বিকেল থেকে টেকনাফের দিক থেকে আসা যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ৭১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঈদ উপলক্ষে তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। 

ওসি বলেন, 'তারা ক্যাম্প থেকে বের হওয়ার জন্য প্রশাসনের  অনুমতির কোনো কাগজ দেখাতে পারেননি।'

রাতেই তাদের রামু থানায় নেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে যাচাই-বাছাই শেষে নিজ নিজ ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হবে।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

10h ago