বার্সার মাঠে গিয়ে ‘যুদ্ধ’ জিততে মরিয়া পিএসজি

Luis Enrique

নিজেদের মাঠে জিতে কাজটা এগিয়ে রাখার সুযোগ ছিলো পিএসজির। তবে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে জিততে তো পারেইনি, ড্রও করতে পারেনি। ঘরের মাঠে হেরে সেমির দৌড়ে অনেকটাই পিছিয়ে তারা। তবে লুইস এনরিকে এরমাঝেই শোনাচ্ছেন প্রবল আশাবাদ।

বুধবার রাতে বার্সার কাছে ৩-২ গোলে হারে পিএসজি। প্রথমার্ধে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল করে পিএসজিকে এগিয়ে নেন উসমান দেম্বেলে ও ভিতিনিয়া।

পরে রাফিনিয়া ফের গোল করে আনেন সমতা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসন তৃতীয় গোল করে স্বাগতিক গ্যালারিতে নামান নিস্তব্ধতা।

নিজেদের মাঠে হারের পর কোণঠাসা অবস্থা হওয়ার কথা পিএসজির। তবে কোচ এনরিকের কথা শুনলে মিলবে ভিন্ন ঝাঁজ,  'দ্বিতীয় লেগ এখন ফাইনালের মতন। আমরা সেভাবেই নামব। কোন দ্বিধা নেই যে আমরা কোয়ালিফাই করব। জেতার জন্য বার্সেলোনাকে অভিনন্দন জানাই।'

আগামী মঙ্গলবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে লড়বে দুই দল। ম্যাচটি স্রেফ ড্র করলেই সেমিতে যাওয়া নিশ্চিত বার্সেলোনার। পরের পর্বে জেতে হলে জেতার বিকল্প নেই পিএসজির। জেতারও হিসাব থাকবে গোল গড়ের। এনরিকে বলছেন কঠিন লড়াইয়ে যাওয়ার আগে তীব্র তাড়না অনুভব করছেন তারা,  'আমরা যুদ্ধে জেতার প্রস্তুতি নিয়ে বার্সেলোনায় খেলতে যাব। তীব্র তাড়না নিয়ে যাব। প্রতিপক্ষ যেই হোক, প্রতিপক্ষকে কখনই আমি ফেভারিট মনে করি না। সর্বোচ্চ পর্যায়ে এভাবেই খেলতে চাই। বিশ্বাস করি বার্সেলনায় আমরা জেতার জন্যই তীব্রতা রাখব।'

বার্সার মাঠে পিএসজির বড় ট্রাম্পকার্ড হতে পারেন কিলিয়ান এমবাপে। দলের সবচেয়ে বড় তারকা প্রথম লেগে ছিলেন নিজের ছায়া হয়ে।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

10h ago