চ্যাম্পিয়ন্স লিগ

‘রিয়াল মাদ্রিদকে একইভাবে দুইবার হারানো অসম্ভব’

ছবি: সংগৃহীত

গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালকে মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি, পরে প্রথমবারের মতন শিরোপাও জিতেছিল তারা। তবে আরও একবার রিয়ালকে একইরকমভাবে হারানো অসম্ভব মনে করছেন দলটির কোচ পেপ গার্দিওলা।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টানা তিন আসরে দেখা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল ও সিটির। ২০২১-২২ মৌসুমে প্রথম লেগে সিটির কাছে ৪-৩ গোলে হেরেছিল রিয়াল। কিন্তু ফিরতি লেগে অতি নাটকীয়ভাবে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠে স্প্যানিশ জায়ান্টরা, পরে কাপ জিতে নেয়।

২০২২-২৩ মৌসুমে ঠিক বিপরীত। এবার প্রথম লেগ ১-১ ড্রয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সিটি। ফাইনালে উঠে প্রথমবার শিরোপা জয়ের আনন্দে মাতে তারা।

এবার দুই দলের দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে মহারণ। তার আগের দিন সংবাদ সম্মেলনে আগের বছরের ফলাফল মনে করিয়ে দেওয়া হলো প্রতিপক্ষকে সমীহ করেন গার্দিওলা,  'এটা খুব কঠিন। রিয়াল মাদ্রিদকে একইভাবে দুইবার হারানো অসম্ভব। কারণ তারা শিক্ষা নিয়ে নিজেদের পারফরম্যান্সের গৌরব খুঁজে নেয়। ম্যাচের ভেতরে অনেক উত্তাপ থাকবে। তারা চাপ দেবে, আগ্রাসী হবে। বিপদজনক তারা। সবাই জানে তাদের শক্তি কতটা।'

রিয়ালকে প্রাপ্য সম্মান দিলেও নিজেরা যে শক্তিশালী ও আত্মবিশ্বাসী তাও মনে করিয়ে দেন সিটির কোচ, 'আমরা তাদেরকে আক্রমণ করার, ধাক্কা দেওয়ার চেষ্টা করব। তাদের বুঝিয়ে দিতে চাইব আমরা এখানে গোল করতে এসেছি। আমরা নিজেদের শক্তিশালী মনে করছি, অবিশ্বাস্য আত্মবিশ্বাসী আছি সবাই।'

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago