তবু খুশি নন রিয়াল কোচ

ম্যাচ শেষে আনচেলেত্তি জানালেন ফল ভালো হলেও খেলার মান নিয়ে অখুশি তিনি।
Carlo Ancelotti

বায়ার্ন মিউনিখের মাঠ থেকে না হেরে ফেরাটাই রিয়াল মাদ্রিদের জন্য বেশ স্বস্তির। কারণ দ্বিতীয় লেগ হবে নিজেদের ডেরায়, যেখানে প্রতিপক্ষের কাছে সাধারণত হারে না স্প্যানিশ জায়ান্টরা। কাজেই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ নিয়ে খুশিতেই থাকার কথা রিয়ালের। তবে কোচ কার্লো আনচেলেত্তি খেলার মান নিয়ে খুব একটা সন্তুষ্ট নন।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মিউনিখের মাঠে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে রিয়াল।

এই ম্যাচে টনি ক্রুসের ডিফেন্স চেরা পাস ধরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লেরয় সানে আর হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে ভিনিসিয়ুস পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান।

ম্যাচ শেষে আনচেলেত্তি জানালেন ফল ভালো হলেও খেলার মান নিয়ে অখুশি তিনি,  'ফল ভালো হয়েছে কিন্তু যে মানের খেলেছি আমরা তার থেকে ভালো করতে পারতাম। বায়ার্ন তাদের সেরা ছন্দ দেখিয়েছি, যা আমরা পারিনি। পরের সপ্তাহে আমাদের উন্নতি করতে হবে।'

রিয়াল কোচের মতে খেলোয়াড়দের মধ্যে তীব্রতার ঘাটতি ছিলো,  'মনে হচ্ছে আমরা একটু আয়েশি ছিলাম, তীব্রতার ঘাটতি ছিলো। আমরা তাদেরকে অনেক বেশি সুযোগ দিয়েছি খেলায় নিয়ন্ত্রণ আনার জন্য। আমরা একটু নমনীয় ছিলাম।'

পুরো ম্যাচ জুড়ে দারুণ খেলেন ক্রুস। যদিও আরেক মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে মনে হয়েছে ছন্দহীন। এই দুজনকে শেষ দিকে বদলি করে ফেলেন কোচ। ক্রুসের জায়গায় নেমে দারুণ খেলেছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ,

'জুড বেলিংহামের ক্রাম্প করেছিলো। টনি ক্রুস অসাধারণ খেলেছে কিন্তু পরের লেগে সতেজ হয়ে থাকার ব্যাপার আছে।'

সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার আবার মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে ওই ম্যাচে চেনা আবহে দাপুটে রিয়ালকে পাওয়ার আশা কোচের,  'বরাবরের মতন এখানে এসে আমাদের আরেকটি ফাইনাল খেলার দারুণ সুযোগ। ভালো দলের বিপক্ষে টাই ভালো ফল। আরেকটি ৯০ মিনিটের লড়াই আছে। আবহটা তখন থাকবে ভিন্ন, ভক্তরা আমাদের সাহায্য করবে।'

Comments