১২ কেজি এলপিজির দাম ৪০ টাকা কমলো

India gas
১ জুলাই ২০১৯, ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স ফাইল ফটো

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতিকেজির মূল্য ৪০ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়াল এক হাজার ৪৪২ টাকা।

আজ বুধবার বিইআরসি সমন্বিত দামের কথা জানিয়েছে।

মার্চ মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারিতে মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা করা হয়েছিল।

জানুয়ারি মাসে ১২ কেজির দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা করা হয়েছিল।

আজকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৬ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৬৭ টাকা ৬৮ পয়সা।

Comments

The Daily Star  | English
Challenges in Bangladesh private sector investment

Private sector investment remains sluggish

Foreign exchange reserves are showing encouraging signs of stability due to record remittance inflows and rising exports, but private sector investment remains a concern for the government.

11h ago