১২ কেজি এলপিজির দাম ৮ টাকা বেড়ে ১৪৮২

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতিকেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সা থেকে বাড়িয়ে ১২৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে ১২ কেজি এলপিজির দাম ৮ টাকা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৮২ টাকা।

আজ রোববার বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। 

ফেব্রুয়ারিতে মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা করা হয়েছিল।

জানুয়ারি মাসে ১২ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা করা হয়েছিল।

আজকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৬৫ টাকা ৭৬ পয়সা।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago