ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আসেনি ৩ ঘণ্টায়ও

ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকার ডেমরায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।

রাত আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে জানান, চার তলা ভবনের তৃতীয় তলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১২টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।

 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

8h ago