ডেমরায় ককটেল তৈরির সরঞ্জামসহ আটক ২

রাজধানীর ডেমরার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজ সোমবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, নাশকতার উদ্দেশে ওই দুজন ডেমরার বাশেরপুল এলাকার খাঁননগরের একটি পরিত্যক্ত বাড়িতে ককটেল তৈরি করছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ঘটনাস্থলে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড পাঠানো হচ্ছে।
 

Comments

The Daily Star  | English

Dhanmondi-32 house demolition unfortunate: CA press wing

The demolition of the house was a reaction to Hasina's violent behaviour, Chief Adviser's Press Wing said in a statement

1h ago