পাবনায় কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরির অভিযোগ
পাবনার আমিনপুর এলাকার একটি কবরস্তান থেকে ১৫টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।
পুলিশ ওই ১৫টি কবর খোলা অবস্থায় পেয়ে সেগুলো পাহারার ব্যবস্থা করেছে।
সকালে কঙ্কাল চুরির বিষয়টি টের পান স্থানীয়রা। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। স্থানীয়দের ধারণা, কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
মাসুদ রানা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে কবর জিয়ারত করতে এসে দেখি কবরটি খোলা, ভেতরে কঙ্কাল নেই। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি এই দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, কবর থেকে কঙ্কালগুলো উধাও হয়েছে। একরাতে নয়, বিভিন্ন সময়ে কঙ্কালগুলো উধাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১ টি কবরে এরকম ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে তদন্ত চলছে, যারা এর সাথে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Comments