যশোরে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোর উপশহরের নিউ মার্কেট এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। 

আটককৃতরা হলেন-শার্শা উপজেলার শহিদুল্লাহ (৩৫) ও সুমন (৪০)।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বেনাপোলগামী একটি প্রাইভেটকার থেকে তাদের আটক করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা একটি প্রাইভেটকারে অভিযান চালানো হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

27m ago