বরগুনায় পিটিয়ে মেছোবাঘ হত্যা

মেছোবাঘ হত্যা
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানি গ্রামে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

গতকাল রোববার রাতে এটিকে হত্যার পর আজ সোমবার খেকুয়ানি খালে ভাসিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে গ্রামবাসী রেজাউল করিমের বাড়িতে ছাগলের খোঁয়াড়ে একটি মেছোবাঘ ছাগলের ওপর আক্রমণ করে। ছাগলের ডাক শুনে রেজাউল করিম এসে মেছোবাঘটিকে দেখতে পান। এক পর্যায়ে মেছোবাঘটি তার ওপরও আক্রমণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা মেছোবাঘটিকে মাথায় ভারী কাঠ দিয়ে আঘাত করলে এটি মারা যায়।

সাড়ে ৩ ফুট লম্বা মেছোবাঘটিকে পরে সকাল ১০টার দিকে খেকুয়ানি খালে ভাসিয়ে দেওয়া হয়।

আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, 'বন্যপ্রাণী হত্যা বেআইনি। জীবিত উদ্ধার করতে পারলে এটিকে বনে অবমুক্ত করা যেত। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago