‘খালি মূল্যস্ফীতিটাই উদ্বেগ হয়ে গেল, আর কিছু না?’

‘খালি মূল্যস্ফীতিটাই উদ্বেগ হয়ে গেল, আর কিছু না?’
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

কেবল মূল্যস্ফীতি মূল উদ্বেগ কীভাবে হয় এমন প্রশ্ন রেখে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, উন্নয়নের সব সূচক বাড়ছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে। আজকে ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স ঘোষণা করা হয়েছে, ২১৬ মিলিয়ন ডলার। সবগুলো সূচকই বাড়ছে। এখানে অনিশ্চয়তারও কিছু নেই, হতাশারও কিছু নেই।'

তিনি বলেন, 'বিএনপি মহাসচিব বলেছেন, উনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না—এগুলোই চলছে। এগুলো কথাই বলেন।'

এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আজকে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টা প্ল্যান লক্ষ্য ধরে বাংলাদেশ এগোচ্ছে। বাংলাদেশের অব্যাহত উন্নতি এবং মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে; এগুলো রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন। মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন যে, মানুষ কতটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। মহিলারা কীভাবে একা চলতে পারেন এই মেট্রোরেলে।'

এখন মানুষের মূল উদ্বেগ মূল্যস্ফীতি, সেটি নিয়ন্ত্রণে কোনো জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে কি না—একজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেল, আর কিছু না!'

আরেকজন গণমাধ্যমকর্মী মূল্যস্ফীতিকে অন্যতম উদ্বেগের বিষয় বললে তিনি বলেন, 'মূল উদ্বেগই বা হয় কী করে! এক কোটি লোককে (পরিবার) কার্ড দেওয়া হয়েছে, তারা ওগুলো (নিত্যপ্রয়োজনীয় পণ্য) সস্তা দামে পাচ্ছে।'

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে জেলা প্রশাসকদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'টেক্সটা বিতর‌ণ করা হবে।'

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago