‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিমের নায়িকা কে

রিকিতা নন্দিনী শিমু। ছবি: সংগৃহীত

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন নির্মিত প্রথম সিনেমা 'চক্কর ৩০২'। সম্প্রতি নিজের প্রথম সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা।

সিনেমায় প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। অভিনেতাও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সিনেমার পোস্টার।

রিকিতা নন্দিনী শিমু। ছবি: সংগৃহীত

এবার জানা গেল সরকারি অনুদানে নির্মিত 'চক্কর' সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, 'চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।'

রিকিতা নন্দিনী শিমু। ছবি: সংগৃহীত

'চক্কর' সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল 'বিচারালয়'। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে 'চক্কর ৩০২'।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

25m ago