বাংলাদেশে পার্নো মিত্রের দ্বিতীয় সিনেমার মুক্তি ২৪ জানুয়ারি

ছবি: সংগৃহীত

ভারতের অভিনেত্রী পার্নো মিত্র তার দ্বিতীয় বাংলাদেশি সিনেমা 'বিলডাকিনি' নিয়ে আসছেন পর্দায়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ডুব' চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন তিনি।

বিলডাকিনি সিনেমাটির পোস্টার সম্প্রতি উন্মোচন করা হয়েছে। সিনেমায় পার্নোর বিপরীতে আছেন মোশাররফ করিম। এটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। পোস্টার উন্মোচনের পাশাপাশি সিনেমাটি আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

'বিলডাকিনি' সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান তিনি। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয়েছে সিনেমাটি।

বাংলাদেশ সরকারের অনুদানে বিলডাকিনি সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন।

Comments