হাসপাতাল ব্যবস্থাপনা পর্যবেক্ষণে মঙ্গলবার থেকে অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা পর্যবেক্ষণে আগামী মঙ্গলবার থেকে অভিযান পরিচালনা করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, 'হাসপাতাল ও চিকিৎসকের গাফিলতিতে কোনো শিশুর মৃত্যু হলে "জিরো টলারেন্স" নীতি অনুসরণ করা হবে। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা তদারকি করতে অভিযান শুরু করা হবে।'

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, 'গাফিলতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। যিনি দোষী হবেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।'

সঠিক ব্যবস্থাপনায় হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে কি না, এ বিষয়ে মঙ্গলবার থেকেই অভিযান শুরু করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশে সম্প্রতি খতনা করতে গিয়ে মৃত্যুসহ অপারেশন ও মেডিকেল প্রসিডিউরের সময় তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, 'দোষী প্রমাণিত হলে স্বাস্থ্যকেন্দ্রটির বিরুদ্ধে শুধু কঠোর ব্যবস্থা নেওয়াই হবে না, ঘটনায় দায়িত্বে অবহেলাকারী দোষীদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, যেন পরবর্তীতে আর কোনো প্রতিষ্ঠান এরকম গুরু দায়িত্বে অবহেলা করতে সাহস না পায়।'

অভিযানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এই অভিযান শুধু বেসরকারি হাসপাতালের বিপক্ষে নয়। চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে হাসপাতাল চলতে দেওয়া হবে না।'

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

23m ago