দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত

Accident
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওমর ফারুক, রবিউল ইসলাম ও মো. জুনায়েদ। তারা সবাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার বাসিন্দা।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই তিন কিশোর নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা থেকে কাওলা এলাকায় একটি অনুষ্ঠানে এসেছিল। পরে তারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে বের হয়। আশকোনা আশিয়ান সিটি এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।'

'ওমর ফারুক ও জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে জুনায়েদ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়', বলেন তিনি।

ওসি আরও বলেন, 'নিহত ওমর ফারুকের বাবার নাম রাজন। বাবার কাছ থেকে মোটরসাইকেল নিয়েই ওমর ফারুক চালাচ্ছিল।'

Comments

The Daily Star  | English

Saudi Arabia announces Eid-ul-Azha for June 6

The crescent moon was sighted in the Kingdom this evening

23m ago