টানা তৃতীয় দিন ডিএসইতে সূচকের পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তৃতীয় দিনের মতো সূচকের পতন হয়েছে।
আজ বুধবার ডিএসই বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ৬ হাজার ৩৭১ পয়েন্ট হয়েছে।
এছাড়া শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস শূন্য দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে ব্লু-চিক সূচক ডিএস৩০ শূন্য দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্ট হয়েছে। এছাড়া টার্নওভার ২৮ দশমিক ৭১ শতাংশ কমে ১ হাজার ১৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ২৭৮টির ও অপরিবর্তিত আছে ৩৮টির।
Comments