রূপগঞ্জে ‘জমি দখল নিয়ে’ দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ১০

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোশারফ হোসেন এবং ইউপির সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ঢামেকে ভর্তি রয়েছেন জাকির হোসেন (৫০), জুম্মন (১১), আল-আমিন (২৭), আবুল হোসেন (৪২) এবং মারুফা (১৮)।

গুলিবিদ্ধ বাকিরা হলেন রুবেল (৩০), নাঈম (২২), নুর হোসেন (২৪), ফয়সাল (৩৫) ও হানিফ (২৪)।

তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান রফিকুল ইসলামের ভাই মিজানুর রহমান।

ঢামেকে চিকিৎসাধীন পাঁচজন স্থানীয় মোশারফ হোসেনের সমর্থক এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন রফিকুল ইসলামের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, একটি জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং উভয়পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

রফিকুলের ভাই মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মোশারফের লোকজন নাওড়া এলাকায় একটি জমি দখলের চেষ্টা করছিল। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিবাদ করলে তারা হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালায়।'

এই অভিযোগের বিষয়ে জানাতে মোশারফ হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, 'স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের পুরনো বিরোধ রয়েছে।'

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

37m ago