হাতিরঝিলে গুলিতে আহত যুবদল কর্মীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলের মোড়লগলিতে দুর্বৃত্তের গুলিতে আহত আরিফ শিকদার (৩৫) মারা গেছেন। নিহত আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠান হয়েছে।

এ ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, 'শনিবার রাতে আমরা খবর পাই, মোড়লগলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তিনি গুলিবিদ্ধ ছিলেন।'

যুবদল কর্মী আরিফের বাবা গিয়াস উদ্দিন শিকদার জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে৷ আরিফ স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকত। সেখানে তার ওয়ার্কশপ ব্যবসা আছে।
 
তার বাবা আরও বলেন, 'শুনেছি ঘটনার দিন আমার ছেলেকে ডেকে নিয়ে গুলি করছে। কয়েকজনকে পুলিশ আটক করেছে। আমি জানি না, তারা কেন আমার ছেলেকে মারল। আরিফ আমার একমাত্র ছেলে।'

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

4h ago