নেশন্স লিগ

ফ্রান্স-ইতালি-বেলজিয়াম একই গ্রুপে, সঙ্গে ইসরায়েল

ছবি: এএফপি

উয়েফা নেশন্স লিগে একই গ্রুপে খেলবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইতালি। তাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবে ফিফা র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা বেলজিয়াম। এই তিন শক্তিশালী দলের সঙ্গে 'এ' লিগের দুই নম্বরে গ্রুপে রয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার রাতে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে নেশন্স লিগের ২০২৪-২৫ আসরের ড্র। চারটি স্তরে ১৪টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৫৪টি দল। ইউক্রেনকে আক্রমণের জন্য রাশিয়াকে বিবেচনা করা হয়নি এবারের প্রতিযোগিতায়।

'এ' লিগের এক নম্বর গ্রুপে পর্তুগালের সঙ্গে থাকছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড। তিন নম্বর গ্রুপে জার্মানি, নেদারল্যান্ডস ও হাঙ্গেরির সঙ্গে জায়গা পেয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। চার নম্বর গ্রুপে আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়া।

নেশন্স লিগের ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। আগের তিন আসরে না থাকলেও এবার কোয়ার্টার ফাইনাল থাকছে। 'এ' লিগের প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল অংশ নেবে শেষ আটে। এরপর বরাবরের মতো হবে সেমিফাইনাল ও ফাইনাল।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে কেবল ইংল্যান্ডই প্রথমবারের মতো খেলবে 'বি' লিগে। গত ২০২২-২৩ আসরে বাজে পারফরম্যান্সের কারণে তাদের অবনমন ঘটে। দুই নম্বর গ্রুপে তাদের প্রতিপক্ষরা হলো আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও গ্রিস।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতার লিগ পর্ব। কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াবে আগামী বছরের ২০-২৩ মার্চ। এরপর সেমিফাইনাল ৪ ও ৫ জুন এবং ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ৮ জুন অনুষ্ঠিত হবে।

কোন দল কোন গ্রুপে:

লিগ 'এ'

গ্রুপ এ১: ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড, স্কটল্যান্ড
গ্রুপ বি১: ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল
গ্রুপ বি৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া-হার্জেগোভিনা
গ্রুপ বি৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

লিগ 'বি'

গ্রুপ বি১: চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া
গ্রুপ বি২: ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস
গ্রুপ বি৩: অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাখস্তান
গ্রুপ বি৪: ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

লিগ 'সি'

গ্রুপ সি১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া
গ্রুপ সি২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, উত্তর আয়ারল্যান্ড, বেলারুশ
গ্রুপ সি৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, লাটভিয়া

লিগ 'ডি'

গ্রুপ ডি১ : লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন 
গ্রুপ ডি২ : মালদোভা, মাল্টা, অ্যান্ডোরা

(আগামী মাসে লিথুয়ানিয়া ও জিব্রাল্টারের মধ্যে দুই ম্যাচের প্লে-আউটের মাধ্যমে নির্ধারিত হবে কোন দল 'ডি' লিগে খেলবে)।

Comments

The Daily Star  | English

Interim govt failing to maintain neutrality on some issues: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged the interim government to perform its duties impartially, alleging it of failing to maintain neutrality on some issues

1h ago