হালান্ডদের কাছে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত ইতালির কোচ

ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইতালি। নরওয়ের মাঠে বিধ্বস্ত হয়েছে তারা। সেই হারের দুদিন পর জানা গেছে দলটির কোচের বরখাস্ত হওয়ার খবর। তা দিয়েছেন দায়িত্বে থাকা লুসিয়ানো স্পালেত্তি নিজেই!

গত শুক্রবার রাতে আর্লিং হালান্ড-আলেক্সান্দার সরলথদের কাছে ৩-০ গোলে পরাস্ত হয় আজ্জুরিরা। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের 'আই' গ্রুপে এটি ছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ।

ইতালি গত ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেলতে পারেনি। এমন ব্যর্থতা থেকে উদ্ধার করার জন্য ২০২৩ সালে নিয়োগ পেয়েছিলেন ৬৬ বছর বয়সী স্পালেত্তি। কিন্তু ৩৩ বছর পর ইতালিয়ান ক্লাব নাপোলিকে সিরি আর শিরোপা জেতানো কোচকে হতাশা নিয়েই বিদায় নিতে হচ্ছে।

গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রবল সমালোচনা হচ্ছে ইতালি দলকে নিয়ে। সেদিন স্পালেত্তি নিজেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে কোচ হিসেবে কাজ করে যাওয়ার বার্তাও দিয়েছিলেন।

তবে মলদোভার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে স্পালেত্তি নিজেই জানিয়েছেন, ছাঁটাই করা হয়েছে তাকে, 'গতকাল রাতে (ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে নিবিড়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি বলেছেন যে, জাতীয় দলের কোচের পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে।'

বাংলাদেশ সময় অনুসারে, আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঘরের মাঠে মলদোভার বিপক্ষে নামবে ইতালি। এই ম্যাচ দিয়েই আজ্জুরিদের সঙ্গে তার অধ্যায়ের ইতি ঘটছে।

রবার্তো মানচিনির জায়গায় কোচ হয়ে এসেছিলেন স্পালেত্তি। তার অধীনে ইতালির পারফম্যান্স অবশ্য তেমন আশা জাগানিয়া নয়। গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে তারা ছিটকে যায় সুইজারল্যান্ডের কাছে হেরে।

Comments

The Daily Star  | English

Cashless society still a distant dream

Bangladesh’s goal of a cashless future is colliding with failed projects, user mistrust, and an economy that thrives on cash

14h ago