করতোয়ার কান্না
একসময়ের খরস্রোতা করতোয়া নদী এখন একটি সরু খাল। দখল-দূষণের মচ্ছবে পরিণত হয়েছে ভাগারে। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।
নদীর পানি কোথাও আর স্বচ্ছ নেই, বিদঘুটে কালো, উৎকট দুর্গন্ধ ছড়ায়। যেটুকু পানি এখনো গড়াচ্ছে তার বেশিরভাগই পৌরসভার ড্রেনের পয়ঃনিষ্কাশন। করতোয়াকে বাঁচাবে কে?
সম্প্রতি ভাটকান্দি, চানমারি ও বেজোড়া সেতু এলাকা থেকে মৃতপ্রায় করতোয়া নদীর ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের বগুড়া সংবাদদাতা মোস্তফা সবুজ।
Comments