রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ কারাগারে ২

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
ছবি: স্টার

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় জামিন নামঞ্জুর করে সাংবাদিকসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন আবেদন নিয়ে আজ রোববার বিকেলে আদালতে হাজির হলে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আবদুল মজিদ।

ওই মামলার আসামিরা হলেন—রংপুরের দৈনিক বায়ান্নর আলোর সহকারী বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন এবং নূর আলম।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের জুলাইয়ে রংপুর সদর উপজেলার ধাপেরহাট এলাকায় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসেন আসামিরা। পরে রফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর রংপুর পিবিআইয়ের পরিদর্শক সাইফুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২), ২৫ (২) ও ২৯ (১) ধারায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন জানান, আজ সন্ধ্যায় অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

2h ago