এবার সত্যিই রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপে!

দুই বছর আগেও এমন খবর বেরিয়েছিল,  যা পরে সত্য হয়নি। গুঞ্জন থাকলেও কিলিয়ান এমবাপে পরে আর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাননি। তবে এবার তার রিয়ালে যোগ দেওয়ার ভিত্তি অনেক শক্ত। ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ার পর ইএসপিএনও জানিয়েছে, মৌসুম শেষেই রিয়ালের হয়ে যাচ্ছেন ফ্রান্স অধিনায়ক। অন্তত নিজে এমন সিদ্ধান্তই নিয়েছেন তিনি।

ফরাসী গণমাধ্যম ও ইসএসপিএনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে এমবাপের পিএসজি ছাড়ার খবর।

পিএসজির সঙ্গে এমবাপে আর নতুন চুক্তি না করায় তিনি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। এই সুযোগ রিয়ালের জন্য বেশ সুবিধাজনক।  তবে এমবাপে শেষ পর্যন্ত যাবেন কিনা এটা নিয়ে দ্বিধা ছিলো। এবার এমবাপে নিজের মনস্থির করে ফেলেছেন। ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছেন, আগামী সপ্তাহেই আসবে চূড়ান্ত ঘোষণা। তখনই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। 

২০২২ সালে এমবাপের রিয়ালে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়। তবে অনেক নাটকের পর আর তিনি পরে পিএসজি ছাড়েননি। এদিকে এমবাপেকে ধরে রাখতে পিএসজির মালিক সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও একটা গুঞ্জন আছে। চূড়ান্ত চুক্তির আগে তাই নাটক হতে পারে এবারও।

Comments