এটা আমাদের জন্য গর্বিত হওয়ার রাত: এমবাপে

kilian mbappe

ঘরের মাঠ প্রথম লেগ হেরে সেমিফাইনালের দৌড়ে অনেক পিছিয়ে ছিলো পিএসজি। প্রতিপক্ষ বার্সেলোনার মাঠে গিয়ে তারা বড় জয় পাবে বলে বিশ্বাসীর সংখ্যা ছিলো হাতেগোনা। মানুষের বিশ্বাস না থাকলেও নিজেদের উপর আস্থা ছিলো কিলিয়ান এমবাপেদের। সেই আত্মবিশ্বাসের তোড়েই বার্সাকে উড়িয়ে সেমিতে পা রেখেছে পিএসজি। এমন অর্জনের পর জোড় গোল করে নায়ক হওয়া এমবাপে বলছেন, এটা তাদের জন্য গর্বের রাত।

মঙ্গলবার রাতে বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ছিলো  নাটকীয়তার ভরপুর। তাতে ৪-১ গোলে জিতে ৬-৪ অগ্রগামীতায় সেমিতে উঠে গেছে ফরাসী জায়ান্ট ক্লাব।

প্রথম লেগে ৩-২ গোলে বার্সেলোনার কাছে হেরেছিলো পিএসজি। সেই ম্যাচে বিবর্ণ ছিলেন এমবাপে। গা ঝাড়া দিয়ে দ্বিতীয় লেগে তাকে পাওয়া যায় সেরা ছন্দে। তার পা থেকে আসে দুই গোল।

অথচ এদিনও শুরুতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বার্সা। ১২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা করেন গোল। ২৯ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাহু। বাকি ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। পরে লাল কার্ড পান তাদের কোচ জাভি হার্নান্দেজ ও এক সাপোর্ট স্টাফ। এমন অবস্থায় প্রতিপক্ষকে কোণঠাসা করে জিতে যায় পিএসজি।

ম্যাচ শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমবাপে বলেন, তার স্বপ্ন শিরোপা জয়, 'প্যারিসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন আমার আছে।'

চলতি মৌসুম শেষে এমবাপে পিএসজি ছেড়ে যাচ্ছেন বলে আগেই জানা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে যাওয়ার পর এই ফরোয়ার্ড ক্লাবটির হয়ে খেলার গর্বের কথা জানালেন বড় করে,  'পিএসজির হয়ে প্রথম দিন থেকে আমি গর্বিত। শুধু ভালো সময়ে নয়, খারাপ সময়েও আমার গৌরব বহাল ছিলো। এই গর্বটা এই ক্লাবের হয়ে খেলার জন্য, আমার দেশের রাজধানী শহরকে প্রতিনিধিত্ব করার জন্য। এটা আমার জন্য বিশেষ কারণ আমি এখানে (প্যারিস শহরে) বড় হয়েছি।'

'প্যারিসিয়ান হিসেবে এরকম রাত অভিজ্ঞতা করা দারুণ। ওয়েম্বলির ফাইনালে যেতে আমাদের আরও এক ধাপ বাকি। কাজেই আমাদের শান্ত থাকতে হবে।'

এদিন হেরে গেলেও ক্লাব নিয়ে গর্বিত হতেন এমবাপে। জিতে যাওয়ায় গর্বটা দ্বিগুণ। আর এমন উৎসবমাখা রাত ভক্ত-সমর্থকদের উৎসর্গ করেছেন তিনি,  'আজ রাতে আমরা দুর্দান্ত দল ছিলাম। যদি আমরা হেরেও যেতাম, তবু প্যারিসিয়ান হিসেবে গর্বিত হতাম। এমন ফল হওয়ার পর গর্বটা আরও বেশি।'

'আমরা খুব খুশি। আমরা এমন একটা দলকে হারিয়েছি যাদের তীব্রভাবে হারাতে চেয়েছি ফাইনালের কাছে যেতে। এই জয় ভক্তদের জন্য যারা এখানে এসে সমর্থন করেছে, যারা ঘরে আছে। এটা আমাদের জন্য গর্বিত হওয়ার রাত।'

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

3h ago