বাবা-মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে থাকতে পারলাম না: তিশা

মোস্তফা সরয়ার ফারুকী ও তার মেয়ে ইলহাম। ছবি: তিশার ফেসবুক থেকে

হাসপাতাল থেকে গতকাল সোমবার বিকেলে বাসায় ফিরেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, '২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে।'

তিনি আরও লিখেছেন, 'বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সঙ্গে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা-মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।'

প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথ চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।

 

Comments