তিশা-ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ আসছে আগামীকাল

৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে তিশা-ফারুকীর প্রথম সিনেমা । ছবি: সংগৃহীত
৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে তিশা-ফারুকীর প্রথম সিনেমা । ছবি: সংগৃহীত

আগামীকাল ৩০ নভেম্বর রাত ৮টায় মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'। এটি 'মিনিস্ট্রি অব লাভ' প্রজেক্টের প্রথম সিনেমা।

চরকিতে 'মিনিস্ট্রি অব লাভ'-প্রজেক্টে জনপ্রিয় ১২ নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম নির্মাণ করছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে 'অটোবায়োগ্রাফি' ও 'মনোগামী' নামে দুইটি সিনেমা নির্মাণ করছেন

৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে তিশা-ফারুকীর প্রথম সিনেমা । ছবি: সংগৃহীত
৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে তিশা-ফারুকীর প্রথম সিনেমা । ছবি: সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, 'ইলহাম জন্ম নেওয়ার পর "সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি" আমার প্রথম কাজ। রাইটার হিসেবে এটাই আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয় তাহলে আমি ছোট্ট করে বলবো এই সিনেমাটা হচ্ছে সকল সন্তানের প্রতি তার মা বাবার অনুভূতির উপহার।'

নুসরাত ইমরোজ তিশা। ছবি: স্টার

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করবো। সেটাও করা হয়ে গেলো। ফলে এক ধরনের সংকোচ ভাবতো আছেই। একই সাথে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন ছেঁনে গল্প বের করার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাইতো শিল্পীর কাজ।'

'নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কিই বা করার আছে। আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা মা হিসাবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে, এই ছবিটা যদি তাদের সেই সব অনুভূতির কথা মনে করিয়ে দেয় তাহলেই আমরা খুশি হবো', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Int’l firms to be hired to recover laundered money

Foreign firms to be hired to recover laundered money

A meeting between BFIU and managing directors of the banks made the decision

13h ago