ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা বিদেশিদের নাগরিকত্ব দিতে খসড়া আইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি খসড়া আইনের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া বিদেশীরা ইউক্রেনের নাগরিকত্ব পেতে পারেন।
আজ সোমবার এই তথ্য আনিয়েছে এএফপি।
২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই অসংখ্য বিদেশী নাগরিক ইউক্রেনের পক্ষে লড়ার জন্য দেশটিতে গেছেন।
সামাজিকযোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, 'যেসব বিদেশী স্বেচ্ছাসেবক ইউক্রেনকে সুরক্ষা দিতে অস্ত্র তুলে নিয়েছেন, যারা ইউক্রেনকে নিজের দেশ মনে করে যুদ্ধ করছেন, ইউক্রেনও তাদেরকে নিজেদের নাগরিক হিসেবে বিবেচনা করবে'।
প্রস্তাবিত আইনে বিভিন্ন দেশের নাগরিকরা ইউক্রেনের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন—অর্থাৎ তাদের আগের পাসপোর্ট বজায় রেখেই তারা ইউক্রেনীয় পাসপোর্ট পাবেন। তবে এ ক্ষেত্রে রাশিয়ার নামটি বাদ রাখা হয়েছে।
পশ্চিমের কাছ থেকে নানা ধরনের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক উপকরণ নেওয়ার পাশাপাশি কিয়েভ তাদের যুদ্ধ লড়ার জন্য বিভিন্ন দেশের হাজারো নাগরিককে নিযুক্ত করেছে।
এই ভাড়াটে সেনা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে বেলারুশ ও রাশিয়ার নাগরিকরাও আছেন। এই দুই দেশকে 'আগ্রাসী দেশ' হিসেবে বিবেচনা করে ইউক্রেন।
উল্লেখ্য, বেলারুশের ভূখণ্ড থেকেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।
Comments