মুন্সীগঞ্জ

নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশসহ আহত ৮

মেঘনার তীরে প্যাসিফিক কারখানায় অভিযান চালানোর সময় হামলা চালায় শ্রমিকরা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযানে কারখানা শ্রমিকদের হামলায় পুলিশসহ ৮ জন আহত হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন-পুলিশ সদস্য মো. আনোয়ার ও হাসেম, বিআইডব্লিউটিএর কর্মী মোস্তফা, সাইফুল ইসলাম, বিআইডব্লিউটিএর মেডিকেল সদস্য মুন্সি আব্দুল্লাহ, ট্রাফিক সুপারভাইজার শহিদুল ইসলাম, আনসার কমান্ডার আনোয়ার, শ্রমিক ইসমাইল।

জানা গেছে, বসুরচর ও চরচাষী এলাকায় মেঘনা নদীর তীর ঘেঁষে একাধিক শিল্পকারখানা গড়ে উঠেছে। অবৈধভাবে নদী দখল ও স্থাপনার উচ্ছেদে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানের একপর্যায়ে নদীর তীরে প্যাসিফিক শিল্প-কারখানায় বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিকরা অভিযানে অংশে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। 

হামলায় ২ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ গুলি ছোঁড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'কেউ গুলিবিদ্ধ হয়নি। হামলার ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। এ ঘটনায় বিআইডব্লিউটিএ মামলা করবে।'

অভিযান পরিচালনাকারী বিআইডব্লিউটিএ উপপরিচালক শরীফ ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'হামলার পর উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago