খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে গিয়ে ‘মিসফায়ারে’ পুলিশ গুলিবিদ্ধ

পুলিশের সঙ্গে সংঘর্ষ
দুপুরে খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার দুপুর ২টার দিকে খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুই পুলিশ সদস্যের মধ্যে শাহজানপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহিদুল ইসলাম মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া কনস্টেবল মেহেদী হাসানের (২৪) পায়ে শটগানের গুলি লেগেছে।

আহত কনস্টেবল মেহেদীর সহকর্মীরা জানান, খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে ডিএসসিসির উচ্ছেদ অভিযানে বাড়তি নিরাপত্তার জন্য রাজারবাগ থেকে তাদের ডিউটিতে নেওয়া হয়। সেখানে তারা পৌঁছানোর পরপর স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। 

আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগান দিয়ে গুলি করে। এক পর্যায়ে কনস্টেবল মেহেদী পায়ে গুলিবিদ্ধ হন।

তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি সহকর্মীরা। তাদের ধারণা, পুলিশ সদস্যদের কারো শটগানের মিসফায়ারে মেহেদী গুলিবিদ্ধ হন।

মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত পরিদর্শক (অপারেশন) মাহিদুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'খিলগাঁও কাঁচাবাজার এলাকায় শটগানের গুলিতে আহত হয়ে এক পুলিশ সদস্য হাসপাতালে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।'

শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার জানান, দুপুরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশের উপস্থিতিতে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান ছিল। স্থানীয়রা ও বাজারের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ঘটনার সময় কোনো পুলিশ সদস্যের শটগান থেকে গুলি বেরিয়ে ওই পুলিশ সদস্যের পায়ে লেগেছে।' 

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং উচ্ছেদ অভিযান চলমান আছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago