মেঘনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১

নদী উত্তাল থাকায় তীব্র ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি ২৫ জন শ্রমিক নিয়ে ডুবে যায়।
নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় নৌকার ২৪ যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আছে ১ যাত্রী।

শুক্রবার বিকেলে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ মো. শাহজাহান (৪০) হাতিয়ার তমরদ্দী ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় কৃষি শ্রমিক।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫ জন কৃষি শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। নৌকাটি মেঘনা নদীর মাঝে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে ডুবে যায়। 

এ সময় কাছাকাছি থাকা আরেকটি নৌকা ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করে। কিন্তু মো. শাহাজাহানকে খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার ডেইলি স্টারকে বলেন, 'আজকে নদী উত্তাল। তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা কাজ করছে।'

ওসি আমির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'নিখোঁজ কৃষি শ্রমিকের খোঁজে কোস্টগার্ড ও তমরুদ্দি পুলিশ ফাঁড়ির সদস্য এবং স্থানীয়রা কাজ করেন। কিন্তু মেঘনা নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।'

Comments