মূল্যস্ফীতি কমাতে নতুন মুদ্রানীতি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি, মুদ্রানীতি, পলিসি রেট,

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন মুদ্রানীতিতে চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদহার বজায় থাকবে, যা গত দুই বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে আছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে চাহিদা কমাতে ও দাম নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি ধরে রেখেছিল। সেই হিসাবে, ঋণের সুদ বাড়াতে পলিসি রেট বা রেপো রেট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করা হয়।

এর আগে, গত জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করে, যা জুলাই থেকে কার্যকর হয়েছে।

এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু কর, এজন্য আগের ৯ শতাংশ সুদ হারের সীমা তুলে নেওয়া হয়। এরপর থেকে বাজারে অতিরিক্ত তারল্য কমে যাওয়ায় সুদের হার বাড়তে থাকে।

এমন এক সময়ে মুদ্রানীতি ঘোষণা করা হবে যখন মূল্যস্ফীতি ও বিদেশি মুদ্রা সংকটের কারণে দেশের অর্থনীতি ক্রমবর্ধমান চাপের মুখে আছে। এরসঙ্গে নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লোহিত সাগরের সংকট।

দেশের মূল্যস্ফীতি মার্চ থেকে ৯ শতাংশের ওপরে ছিল, নভেম্বরে ৯ দশমিক ৪৯ শতাংশ থেকে সমান্য কমে ডিসেম্বরে ৯ দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে।

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago