একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের ‘ফাইটার'

ফাইটার
ছবি: সংগৃহীত

আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন অভিনীত বলিউড সিনেমা 'ফাইটার'।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, 'আগামীকাল রোববার আমরা বলিউডের ফাইটার আনার বিষয়ে আবেদন করব। আশা করছি অনুমতি পেয়ে যাব। সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।'

এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টে বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের সিনেমা 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিমেল' ও 'ডানকি'।

'ফাইটার' সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।

Comments

The Daily Star  | English

Delaying elections lead to public concerns: Fakhrul

Criticising the chief adviser's recent suggestion to lower the voting age to 17, Fakhrul said the move would put the Election Commission (EC) on pressure.

1h ago