বাংলাদেশে যে কারণে মুক্তি পাচ্ছে না হৃতিক-দীপিকার ‘ফাইটার’

হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, বলিউড, ফাইটার,
ফাইটার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আজ ২৫ জানুয়ারি সারাবিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশে  মুক্তি পাওয়ার কথা ছিল হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত বলিউড সিনেমা 'ফাইটার'। কিন্তু শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার কথা উঠায় সিনেমাটি এখন মুক্তি দিতে চায় না এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বলিউডের সিনেমা ফাইটার মুক্তির জন্য আমাদের সব প্রস্তুতি ছিল। দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছি। কিন্তু সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের কোনো সিনেমা হলে ফাইটার দেখানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে।'

'শুধু এ মাসের ছয়দিন সিনেমাটি প্রদর্শনের কথা বলা হচ্ছে। এক সপ্তাহের জন্য তো ভারতীয় প্রযোজক বাংলাদেশে তাদের সিনেমা রিলিজ দেবে না। সুতরাং ফাইটার দেশে মুক্তি দিচ্ছি না। ছয়দিনের জন্য সিনেমাটি বাংলাদেশে চালাতে চাই না। তাই সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি', বলেন তিনি।

এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলিউডের 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিমেল' ও 'ডানকি' বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল।

'ফাইটার' সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করন সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।

Comments

The Daily Star  | English

Govt to unveil July Declaration on August 5

It will be presented before the nation at 5:00pm

10m ago