হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বাংলাদেশে মুক্তি একইদিনে

‘ফাইটার’ সিনেমার একটি দৃশ্যে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত

আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত বলিউড সিনেমা 'ফাইটার'। 

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

অনন্য মামুন বলেন, 'আজ রোববার আমরা বলিউডের "ফাইটার" সিনেমাটি আনার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। আশা করছি প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবে।'

এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলিউডের 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিমেল' ও 'ডানকি' বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল। 

'ফাইটার' সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। 

সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on manmade fibre exports to Bangladesh

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

15h ago