শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা

আওয়ামী লীগ
আওয়ামী লীগের লোগো | সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

আজ বুধবার সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের দুই সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সঙ্গে শপথ নিয়েছেন।

অন্যদিকে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কল্যাণ পার্টি থেকে জয়ী নবনির্বাচিত একজন সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন।

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

4h ago