নৌকার এজেন্টরা ভোটারদের হাতে টোকেন দিচ্ছেন, অভিযোগ ডলি সায়ন্তনীর

ডলি সায়ন্তনী, নির্বাচন, নৌকা,
সুজানগর উপজেলার ভবানীপুর ভোট কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

পাবনা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ভোট অনিয়মের অভিযোগ তুলেছেন। তার অভিযোগ ভোটারদের নৌকায় ভোটে দিতে প্রভাবিত করা হচ্ছে।

তিনি বলেন, 'বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্টরা ভোটারদের হাতে তাদের প্রার্থী ও দলীয় প্রতীকের ছবি সম্বলিত টোকেন দিচ্ছেন এবং নৌকায় ভোট দিতে বলছেন। এতে ভোটাররা নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছেন না। এছাড়া বিভিন্ন কেন্দ্রে নৌকার লোকজন ভোট কারচুপি করছে।'

আজ সোমবার সকালে সুজানগর উপজেলার ভবানীপুর ভোট কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনী বলেন, 'আমি ইতোমধ্যে নির্বাচনী কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে এসব অনিয়ম দূর করতে হবে।'

ডলি সায়ন্তনীর মতো একই অভিযোগ করেন এই আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।

তবে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজা হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, 'ভোটারদের কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না।'

জানতে চাইলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামাল হোসেন বলেন, 'দলীয় প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত টোকেন নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তার কাছে নেই। তবে, প্রার্থীর অভিযোগের পর এ ধরনের টোকেন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।'

তিনি আরও বলেন, 'ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মিথ্যা। ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।'

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ডলি সায়ন্তনীর অভিযোগ পেয়েছি। তিনি অভিযোগ করার পর বিভিন্ন কেন্দ্রে খোঁজ নেওয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। কোনো কেন্দ্রে তার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago