ইসির অ্যাপে ভুল তথ্য

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
গাজীপুর-২ আসনের কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, ভোটারদের অনেকেই সিরিয়াল নম্বর না পাওয়ায় ভোট দিতে পারছেন না। ছবি:মুনতাকিম সাদ/স্টার

নির্বাচন কমিশনের (ইসি) 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' অ্যাপে ভুল তথ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলছেন ভোটাররা।

আজ রোববার সকালে গাজীপুর-২ আসনের কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, ভোটারদের অনেকেই সিরিয়াল নম্বর না পাওয়ায় ভোট দিতে পারছেন না।  

সকাল ১০টা ৪৫ মিনিটে গাজীপুর-২ আসনের কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন নুরুল ইসলাম।

কিন্তু সেখানে এসে তিনি দেখতে পেলেন যে, এটি তার কেন্দ্র নয়। ইসির অ্যাপ ও স্থানীয় এজেন্টদের অনুলিপিতেও দেখা যাচ্ছে, এটিই তার কেন্দ্র। কিন্তু কেন্দ্রের ভোটার তালিকায় তার সিরিয়াল পাওয়া যাচ্ছে না।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি তিনটি ভোট কেন্দ্রে গিয়েছি। কোথাও আমার সিরিয়াল পাইনি।'

তার মতো ভোটারদের অনেকেই কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছেন, কিন্তু ভোট দিতে পারছেন না।

স্কুলটির ৯০নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল খায়ের বলেন, 'এখানে যারা ভোট দিতে আসছেন, ১০ জনের মধ্যে ৪ জনেরই নাম পাওয়া যাচ্ছে না।'

একই স্কুলের আরেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিপন কুমার রায় বলেন, 'কিছু ভোটার এখানে নাম না পেয়ে ভোট দিতে পারেননি।'

বিদ্যালয়ের ৮৯ নম্বর কেন্দ্রের ভোটার তালিকায় ১ থেকে ৩২৯৯ জনের সিরিয়াল রয়েছে, ৯০ নম্বর কেন্দ্রের তালিকায় আছে ৩৩০০ থেকে ৬৫৮৫ পর্যন্ত সিরিয়াল।

কিন্তু ৬৫৮৫ এর ওপরে ক্রমিক নম্বর আছে এমন অনেক ভোটার এই দুটি কেন্দ্রে আসছেন। কারণ ইসি অ্যাপে তাদের ভোটকেন্দ্র হিসেবে কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাচ্ছে।

ভোট দিতে আসা আব্দুর রাজ্জাকের সিরিয়াল নম্বর ৭৮৬৬। সকাল ১১টা পর্যন্ত দুটি কেন্দ্রে ঘুরেও ভোট দিতে পারেননি তিনি।

'আমি কাছের আরেকটি কেন্দ্রেও গিয়েছিলাম। তবে ওই কেন্দ্রটি শুধু নারী ভোটারদের জন্য,' তিনি দ্য ডেইলি স্টারকে বলেন।

একই কথা জানান সাজিদুল ইসলাম। তার সিরিয়াল নম্বর ৯০৯৯। তিনি বলেন, 'আমি তিনটি কেন্দ্রে ঘুরেছি, কিন্তু সিরিয়াল নম্বর ও নাম পাইনি।'

ভোট দিতে কেন্দ্রে আসা মেহেরাজ উদ্দিনও একই কথা বলেন।

এই প্রতিবেদক ১০ মিনিটে কমপক্ষে ৫ জন ভোটার খুঁজে পেয়েছেন, যাদেরকে ইসি অ্যাপ কেন্দ্র হিসেবে কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাচ্ছে, কিন্তু এখানে তাদের সিরিয়াল নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ভোটকেন্দ্রসহ নির্বাচন সংক্রান্ত তথ্য খুঁজে পেতে ভোটারদের সহায়তা করতে ২১ কোটি টাকা ব্যয় করে অ্যাপটি তৈরি করেছে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago