ঢাকা ১৮: ৪ কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১ শতাংশ

বাংলাদেশ জাতীয় নির্বাচন ২০২৪
ঢাকা ১৮ আসনের রাজউক উত্তরা মডেল কলেজ ভোটকেন্দ্র। ছবি: স্টার

ঢাকা-১৮ আসনের চার কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১ শতাংশ।

রাজউক উত্তরা মডেল কলেজের ৪ কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ হাজার ৮৩৭। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১১৭টি। শতাংশের হিসেবে ভোট পড়েছে ১.০৮ শতাংশ।

কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তারা জানান, ১১ নং ভোটকেন্দ্রে (পুরুষ) ভোটার ২৫৮৬ জন। ভোট পড়েছেন ৪১টি। এর মধ্যে ১২ নং ভোটকেন্দ্রে (পুরুষ) ভোটার ৩২০০ জন। ভোট পড়েছে ৫২টি। ১৩ নং ভোটকেন্দ্রে (নারী) ভোটার ২২২৯ জন। দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৫টি। ১৪ নং ভোটকেন্দ্রে (নারী) ভোটার ২৮২২ জন। ভোট পড়েছে ৯টি।

কাছাকাছি আরও ৩টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি একেবারেই কম

১২ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন বলেন, 'পরিস্থিতি ঠিক আছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনো সমস্যা দেখা যায়নি। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম।'

ঢাকায় জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া এই আসনে লাঙ্গলে আর প্রার্থী শেরীফা কাদেরের বাইরে কেটলি প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এবং ট্রাক প্রতীকে মাঠে আছেন দলের এই কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রার্থী এস এম তোফাজ্জল হোসেন।

 

Comments

The Daily Star  | English

Thailand sees growing influx of patients from Bangladesh

Bangladeshi patients searching for better healthcare than that available at home are increasingly travelling to Thailand instead of India as the neighbouring country is limiting visa issuances for Bangladeshi nationals.

13h ago