কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আ. লীগের বৈঠক

কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল
কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শুক্রবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ বৈঠক হয়।

আওয়ামী লীগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং ১৫ সদস্যের কমনওয়েলথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন দল আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Chief adviser in meeting with leaders of 13 political parties

The meeting is being held at Jamuna, official residence of the chief adviser

42m ago