৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাওয়া অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি রোববার সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ৭ জানুয়ারি সাধারণ ছুটি থাকবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago