‘ফুড ফ্লুয়েন্সার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেল কৃষি গবেষণা ইনস্টিটিউট

ইউএসইসির কাউন্সিল
দুবাইয়ে অনুষ্ঠিত ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সম্মেলন। ছবি: সংগৃহীত

কৃষি গবেষণা ও উদ্ভাবনের জন্য পুরস্কৃত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

সম্প্রতি দুবাইয়ে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসইসি) সম্মেলনে কৃষি গবেষণা ইনস্টিটিউটকে 'ফুড ফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার' স্বীকৃতি দেওয়া হয়।

ইনস্টিটিউটের পক্ষে পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ পুরস্কার গ্রহণ করেন।

খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য সেরা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ইউএসইসি প্রতি বছর স্বীকৃতি দেয় ও পুরস্কৃত করে।

গত ১২-১৪ ডিসেম্বর দুবাইয়ে ইউএসইসির ক্রাশকন ও হাঙ্গারকন ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সয়া ভ্যালু চেইন আওতাধীন বিশ্বজুড়ে ১৩০টির বেশি শিল্প নেতারা অংশ নেন।

ইভেন্টগুলোতে টেকসই অনুশীলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রোটিনের জন্য দ্রুত ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

2h ago