ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ছাড়া কিছুই দেওয়ার নেই: মম

zakia-bari-momo
জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবেক লাক্স চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম। 'দারুচিনি দ্বীপ' সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলতি বছর তার অভিনীত 'ওরা ৭ জন' ও 'রেডিও' নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। আরও মুক্তি পেয়েছে 'মারকিউলিস'সহ কয়েকটি ওয়েব সিরিজ।

আজ ১৯ ডিসেম্বর জাকিয়া বারী মমর জন্মদিন।

বিশেষ এই দিনটি কীভাবে কাটবে, সেই বিষয়ে দ্য ডেইলি স্টারকে মম বলেন, 'জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাব। মায়ের জন্যই তো আমি। মা-বাবার জন্যই সন্তান। আমি মায়ের একটা অংশ। মায়ের প্রতি আমার সব কৃতজ্ঞতা। মায়ের প্রতি আমার গভীর ভালোবাসা।'

zakia_bari_momo
জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

'বিশেষ দিনটি পরিবারের জন্য। আজ কোনো শুটিং রাখিনি। পরিবারের সঙ্গেই সময় কাটাব। মা-বাবা, ভাই-ভাবি, আমার সন্তান, ভাইয়ের সন্তান—সবার সঙ্গে সুন্দরভাবে কাটবে দিনটি। সবাই মিলে একসঙ্গে খাব। দিনে বা রাতে কোথাও একটু ঘুরতে যাব সবাই মিলে', বলেন তিনি।

জন্মদিন নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, 'জন্মদিনের জন্য আমি অপেক্ষা করি। ভীষণ ভালো লাগে। এত এত মানুষের ভালোবাসা সত্যিই আমাকে মুগ্ধ করে। ভক্ত, দর্শক, কাছের মানুষ—সবার ভালোবাসা পাই দিনটিতে। দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।'

মমর বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, 'আমার বন্ধুরা ভীষণ ভালো। তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। সেই ভালোবাসার জন্যই তারা তিনদিন ধরে জন্মদিন পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম ইতিবাচক পোস্ট দিচ্ছে, উইশ করছে। তাদের প্রতি আমার ভালোবাসা।'

'ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ছাড়া কিছুই দেওয়ার নেই। বন্ধুরা যেমন আমাকে ভালোবাসে, আমিও তেমনই তাদের ভালোবাসি', বলেন মম।

zakia_bari_momo
জাকিয়া বারী মম। ছবি: স্টার

২০২৩ সালে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন মম। তিনি বলেন, '২০২৩ সালটা বেশ ভালো কেটেছে। কাজের মধ্যে কেটেছে। চলতি বছরটা শিক্ষায় কেটেছে। জীবন আমাকে শিক্ষিত করেছে।'

অন্যদিকে চলতি বছর প্রথমবার মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় অভিনয় করেছেন মম। বিষয়টি নিয়ে তিনি বলেন, 'এটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। কাজটি সম্পর্কে এখন কিছু বলব না। এটুকু বলব, ফারুকীর ভাইয়ের পরিচালনায় প্রথম অভিনয় করেছি এবং ভালো একটি কাজ করেছি। দর্শকরা ভালো কিছুই দেখতে পাবেন। নতুন বছরে আরও ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই।'

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago