সিনেমা থেকে দূরে যে নায়িকারা

ছবি: সংগৃহীত

একসময় রূপালি পর্দার দর্শকদের মাতিয়ে রাখতেন তারা। বছরজুড়ে এসব নায়িকাদের সিনেমা মুক্তি পেত। সিনেমাপ্রেমীরা অপেক্ষা করতেন তাদের নতুন সিনেমার জন্য। কিন্তু এখন রূপালি পর্দায় নিয়মিত নন তাদের অনেকেই। এই তালিকায় আছেন ঢাকাই সিনেমার এক সময়ের শীর্ষ নায়িকা মৌসুমী, শাবনূর ও পূর্ণিমা, পপি, সিমলাসহ বেশকজন।

জানা যাক তাদের কথা।

Moushumi
চিত্রনায়িকা মৌসুমী। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

প্রিয়দর্শিনী নায়িকা বলা হতো মৌসুমীকে। মডেলিং থেকে নায়িকা হয়েছিলেন তিনি। প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' দিয়ে বাজিমাত করেন। ঢাকাই সিনেমায় নব্বই দশকে এসেই ঝড় তুলেন। 'কেয়ামত থেকে কেয়ামত' সুপারডুপার ব্যবসা করে। সেই থেকে বেড়ে যায় মৌসুমীর ব্যস্ততা। এরপর কেবলই সাফল্য গাঁথা। অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা পুরস্কার। সিনেমা পরিচালনাও করেছেন। আপাতত সিনেমা থেকে দূরে আছেন। বর্তমানে তিনি আমেরিকায়।

চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত

শাবনূর অসংখ্য ব্যবসাসফল সিনেমার নায়িকা। সালমান শাহ-শাবনূর দুর্দান্ত একটা জুটি গড়ে উঠেছিল ঢালিউডে। অনেক দর্শকনন্দিত সিনেমা দুজনে উপহার দিয়েছেন। সালমান শাহর মৃত্যুর পর শাবনূর আরও অনেক নায়কের বিপরীতে অভিনয় করেন। সেখানেও সফল হন তিনি। কেউ কেউ বলেন—শাবানার পর ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল নায়িকা শাবনূর। রূপালি পর্দা থেকে তিনিও দূরে আছেন। মাঝে একটি সিনেমা করেছেন। কিন্তু সেটি মুক্তি পায়নি। শাবনূরও দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। 'চাঁদনী রাতে' চলচ্চিত্র দিয়ে তার আগমন। 'স্বপ্নের ঠিকানা' ও 'স্বপ্নের পৃথিবী' তার ক্যারিয়ারে সাড়া জাগানো দুটি সিনেমা।

পূর্ণিমা। ছবি: স্টার

মৌসুমী ও শাবনূরের পর ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা হিসেবে উঠে এসেছিল পূর্ণিমার নাম। রিয়াজ-পূর্ণিমা জুটি গড়ে উঠেছিল সেই সময়। এই জুটির 'মনের মাঝে তুমি' ব্যাপক সাড়া ফেলেছিল। 'হৃদয়ে তুমি' পূর্ণিমা ও রিয়াজ জুটির আরও একটি আলোচিত সিনেমা। শাকিব খানের বিপরীতে 'শুভা' সিনেমায় অভিনয় করে পূর্ণিমা প্রশংসিত হন। প্রয়াত নায়ক মান্নার বিপরীতেও কাজ করেছেন। তিনিও নিয়মিত নন। যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা। মাঝে টেলিভিশন নাটক ও উপস্থাপনা করেছেন।

ছবি: সংগৃহীত

এদেশের রূপালি পর্দায় একসময় সরব ছিলেন নায়িকা শাবনাজ। নাঈম ও শাবনাজ জুটি হয়ে 'চাঁদনী' সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে। এহতেশাম পরিচালিত 'চাঁদনী' নব্বই দশকের সাড়া জাগানো একটি সিনেমা। তারপর সালমান শাহর বিপরীতেও অভিনয় করেছেন শাবনাজ। আরও অনেক নায়কের সঙ্গে সিনেমা করে সুনাম অর্জন করেছেন। তিনিও রূপালি পর্দা থেকে দূরে আছেন। দিল, চোখে চোখে, অঞ্জলি, জিদ, অনুতপ্ত, টাকার পাহাড়—তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।

Popy-1.jpg
চিত্রনায়িকা পপি। ছবি: স্টার ফাইল ফটো

রূপালি পর্দায় প্রথম সিনেমা দিয়েই দর্শকনন্দিত হন পপি। 'আমার ঘর আমার বেহেশত' দিয়ে আলোচনায় আসেন এই গ্ল্যামার কন্যা। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারে যুক্ত হয়েছে ব্যবসাসফল বহু সিনেমা। শাকিব খান, রিয়াজ, ফেরদৌসসহ বেশিরভাগ নায়কের বিপরীতে কাজ করেছেন। কয়েকবছর ধরে রূপালি জগৎ থেকে দূরে আছেন তিনি। সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও কিছুদিন আগে পারিবাকি ঝুট-ঝামেলায় আলোচনায় ছিলেন। অভিযোগ আছে—একাধিক সিনেমার শুটিং শেষ করেননি তিনি।

ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম খোককের ম্যাডাম ফুলি দিয়ে ঢালিউডে আগমন ঘটে নায়িকা সিমলার। প্রথম চলচ্চিত্র তাকে এনে দেয় জাতীয় পুরস্কার। ঠেকাও মাস্তান, গঙাযাত্রা, সমাধি, নিষিদ্ধ প্রেমের গল্প, নেকাব্বরের মহাপ্রয়ানসহ অনেক সিনেমা করেছেন তিনি। তিনিও বেশ কবছর ধরে সিনেমায় নিয়মিত নন। ঢালিউডের এক সময়ের ব্যস্ত নায়িকা কেয়া রূপালি পর্দা থেকে দূরে আছেন। নায়িকা তামান্না দূরে আছেন সিনেমা থেকে।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

1h ago